ডিসিসি নির্বাচনঃ তিন মাস পেছাল

ডিসিসি নির্বাচনঃ তিন মাস পেছাল

মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা সিটি কর্পোরেশনের (ডিসিসি) নির্বাচন আরও তিন মাস পিছিয়েছে। হাই কোর্টের দেয়া স্থগিতাদেশের মেয়াদ দ্বিতীয় দফা বাড়ানোয় পিছিয়েছে ডিসিসি নির্বাচন। ৮ অক্টোবর (সোমবার) হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের আবেদনে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ আদেশ দেয়।

গত ১৬ এপ্রিল হাই কোর্ট তিন মাসের জন্য এ নির্বাচন স্থগিত করে। এরপর গত ২৩ জুলাই ওই স্থগিতাদেশের মেয়াদ তিন মাসের জন্য বাড়ানো হয়। এই স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ১৬ অক্টোবর। আদালতের নতুন আদেশের ফলে এর মেয়াদ ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ল। ঘোষিত তফসিল অনুযায়ী ঢাকার দুই সিটি কর্পোরেশনে ২৪ মে ভোট হওয়ার কথা ছিল। গত এপ্রিলে ঢাকার দুই সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচনের তফসিল ঘোষণার এক সপ্তাহের মাথায় স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করা পর্যন্ত ডিসিসি নির্বাচন স্থগিত করার জন্য একটি রিট আবেদন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। ওই আবেদনের প্রাথমিক শুনানি শেষে গত ১৬ এপ্রিল বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এক আদেশে ‘যথাসম্ভব দ্রুত’ ঢাকার ওয়ার্ডগুলোর সীমানা নির্ধারণ করতে বলে। একইসঙ্গে নির্বাচনের তিন মাস আগ পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করতে বলা হয়।

নিজস্ব প্রতিনিধি