স্বশিক্ষিত উদ্ভাবকদের অবদানের ওপর সভ্যতা দাড়িয়ে আছেঃ তথ্যমন্ত্রী

স্বশিক্ষিত উদ্ভাবকদের অবদানের ওপর সভ্যতা দাড়িয়ে আছেঃ তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ‘ড্যাফোডিল-জনবিজ্ঞান উদ্ভাবন মেলা-২০১৪’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, মানবসভ্যতার শুরু থেকেই স্বশিক্ষিত উদ্ভাবক বিজ্ঞানীরাই সমাজের চাকা সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। তাদের সেই অবদানের উপর ভিত্তি করে আজকের সভ্যতা দাড়িয়ে আছে। দেশের স্ব-শিক্ষিত উদ্ভাবকদের অনুপ্রাণিত ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে জনবিজ্ঞান ফাউন্ডেশন ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এন্টারপ্রাইজ কম্পিটিটিভনেস ইন্সটিটিউট যৌথভাবে দুদিনব্যপী এই মেলার আয়োজন করেছে। ৩ মে (মঙ্গলবার) ড্যাফোডিল ইউনিভার্সিটির মিলনায়তনে দু’দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী। ইউনিভার্সিটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ সবুর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান, পরিচালক (স্টাডিজ) অধ্যাপক ড. এম জাকির হোসেন ও জনবিজ্ঞান ফাউন্ডেশনের মহাসচিব আইয়ুব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনবিজ্ঞান ফাউন্ডেশনের প্রচার সম্পাদক সোহরাব শান্ত। মেলায় শহর ও গ্রামের মেধাবী তরুনদের নতুন নতুন উদ্ভাবন ও সৃজনশীল ৩০ টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে যা দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে বলে জানান আয়োজকরা। মেলায় উদ্ভাবিত পণ্যগুলো আজ সন্ধ্যা ৬ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত ছিলো আগামীকালও থাকবে। প্রদর্শনীর পাশাপাশি মেলায় দেশের উন্নয়নে উদ্ভাবক বিজ্ঞানীদের নতুন উদ্ভাবনসমূহের ভূমিকা, বিজ্ঞান চর্চার সম্ভাবনা, প্রতিবন্ধকতা ও সমাধান বিষয়ক দুটি সেমিনার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিনিধি