পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আইন মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে পালন করতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। ২ জুন (সোমবার) বেলা সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় তারা বাধার সম্মুখীন হন। গণজাগরণ মঞ্চের কর্মীরা বাধা উপেক্ষা করে মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে দোয়েল চত্বরেই অবস্থান নেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার জামায়াতের বিচার নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ এই কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণজাগরণ মঞ্চ। এর আগে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক ইউএনডিপি আয়োজিত এক সেমিনার শেষে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) আইনে জামায়াতের বিচার করা যায় না। কারণ ট্রাইব্যুনাল আইনে কোনো সংগঠন বা রাজনৈতিক দলের বিচার করার বিধান নেই।

নিজস্ব প্রতিনিধি