একরামুল হক হত্যার ঘটনাঃ আত্মসমর্পণ করেছেন শিবলু

একরামুল হক হত্যার ঘটনাঃ আত্মসমর্পণ করেছেন শিবলু

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় ফেনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ হিল মাহমুদ ওরফে শিবলু আত্মসমর্পণ করেছেন। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঢাকায় র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া আট যুবকের দেয়া তথ্যের পর ২৪ মে (শনিবার) বিকেলে তিনি ফেনী মডেল থানায় আত্মসমর্পণ করেন। ফেনী মডেল থানায় বিকেল সাড়ে চারটার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ। তিনি বলেন, ঢাকায় যাঁরা গ্রেফতার হয়েছেন, তাঁদের ফেনী নেয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে। এরপর তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে। ঢাকায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের কথা শোনার পর শিবলুকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যদি হত্যাকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়, তা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, ২০ মে বেলা ১১টার দিকে ফেনী শহরের একাডেমি বিলাসী সিনেমা হলের সামনের রাস্তায় চেয়ারম্যান একরামুল হককে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। ঘটনাস্থনের পাশেই ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা শিবলুর বাড়ি। তিনি ফেনীর আওয়ামী লীগদলীয় সাবেক সাংসদ জয়নাল হাজারীর কথিত স্টিয়ারিং কমিটির প্রভাবশালী ব্যক্তি ছিলেন।

নিজস্ব প্রতিনিধি