পরলোকে এ.টি .এম শরফুজ্জামান (তাহের)

পরলোকে এ.টি .এম শরফুজ্জামান (তাহের)

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চলে গেলেন এ.টি .এম শরফুজ্জামান( তাহের) । গত ২১ মে (বুধবার) সন্ধ্যা ৬.১৫ মিনিটে অনন্ত কালের সেই নতুন জীবনের দিকে যাত্রা করলেন তিনি। অপরিসীম মেধা, অতুলনীয় মায়া আর অসাধারণ সারল্য নিয়ে মেঘনা তীরবর্তী উলুকান্দি গ্রামে জন্মগ্রহণ করা এই খুব সাধারণ মানুষটির সমগ্র জীবনের সাফল্য খুব উল্লেখ করার মতো নয়। পানি উন্নয়ন বোর্ডের একজন কর্মকর্তা ছিলেন তিনি। সারা জীবন জনসংযোগে চাকরি করলেও মানুষকে তিনি খুব ভালো ভাবে পাঠ করতে পারতেন না। সকল মানুষের প্রতি তার বিশ্বাস ছিলো । তার কাছে প্রতিটি মানুষই অসাধারণ ভালো। তার সময়ে দশ গ্রামে তার মতো শক্তিশালী কোনো পুরুষ ছিলো না। হাডুডু খেলায় তার শক্তি ও কৌশলের গল্প আশেপাশের গ্রামের মানুষের মুখে মুখে এখনও প্রচলিত। বাংলা এবং ইরেংজীর অসাধারণ শব্দ ভান্ডার আর মেঘনা তীরবর্তী একটা বিশাল জনপদের অসংখ্য ইতিহাসের এক জীবন্ত কিংবদন্তী ছিলেন তিনি। বাংলা, ইংরেজী এবং অংক এই তিন বিষয়েই তার মতো অসাধারণ দখল ছিলো খুব কম মানুষেরই। গত প্রায় সাতবছরের অধিক কাল তার জীবন ছিলো চারদেয়ালের একটি ঘরে সীমাবদ্ধ। বহু বছর অসুস্থ ছিলেন। বহু বার তাকে হাসপাতালে যেতে হয়েছে। জীবনে কষ্ট করেছেন, কষ্ট পেয়েছেন জীবনের জন্য লড়াই করেছেন। জীবন আর মৃত্যূর কঠিন যুদ্ধে বিজয়ী হয়েছেন বহুবার। তাঁর এলাকায় তার সময়ের এতো বিরল প্রতিভা, এত জ্ঞানী ব্যক্তিত্ব, আর এতো বর্ষীয়ান ব্যক্তি আর নেই বললেই চলে। অসাধারণ মেধাবী এই মানুষটি খুব প্রতিষ্ঠিত মানুষ হতে পারেননি কিন্তু খুব বড় মানুষ ছিলেন। গত বুধবার মৃত্যূর কাছে তাঁর পরাজিত হবার সাথে সাথে সমাপ্তি ঘটলো একটি অধ্যায়ের, একটি কালের।

নিজস্ব প্রতিনিধি