সাভারে ভবন ধসের ঘটনায় সোহেল রানাই দায়ীঃ সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক

সাভারে ভবন ধসের ঘটনায় সোহেল রানাই দায়ীঃ সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রানা প্লাজার মালিক সোহেল রানাকে যশোরের বেনাপোল ‍সীমান্ত থেকে ২৮ এপ্রিল (রোববার) গ্রেফতারের পর ঢাকায় র‌্যাব হেড কোয়ার্টারে আনা হয়। এরপর বিকেল পৌনে ৬টার দিকে সংবাদ সম্মেলন শুরু করে র‌্যাব। সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান ভবন ধসের ঘটনায় রানাকেই দায়ী করেন। তিনি বলেন, ‘সীমান্ত অতিক্রম করার আগে সোহেল রানাকে ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। তিনি বলেন, ‘সাভারে ভবন ধসের ঘটনায় সোহেল রানাই দায়ী। ঘটনার পর তিনি পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন। আমরা গোপন সূত্রে জানতে পারি, ভারতে পালিয়ে যাওয়ার জন্য সীমান্তে চলে গেছেন রানা। কিছুক্ষণের মধ্যেই তিনি সীমান্ত অতিক্রম করবেন। সীমান্ত অতিক্রম করার আগেই আমরা তাকে গ্রেফতার করি।’ র‌্যাবের মহাপরিচালক আরও বলেন, ‘নির্দেশ আসার পরপরই সব ব্যাটালিয়নকে নির্দেশ দেয়া হয়। এই চারদিনে রানা বিভিন্ন স্থানে ছিলেন। ঢাকার বাইরে দুই থেকে তিন জায়গায় ছিলেন তিনি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রানাকে প্রশ্রয় দেয়া হয়নি। প্রশ্রয় দেয়া হলে তিনি এক জায়গায় থাকতেন। প্রশ্রয় পায়নি বলেই এ সময়ের মধ্যে তিনি তিন চারটি জেলা পরিবর্তন করেন।’ রানাকে ঢাকা জেলা পুলিশের হাতে সোর্পদ করা হবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে বলেও জানান র‌্যাব প্রধান। এদিকে যশোর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কিছুক্ষণ পর র‌্যাব সদর দফতরে সাংবাদিকদের সামনে রানাকে হাজির করা হয়।

নিজস্ব প্রতিনিধি