সাতক্ষীরায় পুলিশি অভিযানঃ গ্রেফতার ৩

সাতক্ষীরায় পুলিশি অভিযানঃ গ্রেফতার ৩

বরুণ ব্যানার্জী, সাতক্ষীরা প্রতিনিধি, এসবিডি নিউজ24 ডট কমঃ সাতক্ষীরার আশাশুনিতে জামায়াত অধ্যুষিত প্রতাপনগর ইউনিয়নে অভিযানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া গ্রামের বিএনপি কর্মী শাহীন, জামাল ও শিবির কর্মী শিমুল। ২৮ এপ্রিল (রোববার) বেলা ১১ টা থেকে দুপুর দুইটা পর্যন্ত প্রতাপনগর এলাকায় এ অভিযান চলে। ৪০ জন বিজিবি ও ৯০ জন পুলিশের সমন্বয়ে গঠিত এই বৃহৎ অভিযান দলের নেতৃত্ব দেন, সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: তাজুল ইসলাম ও আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনর রশীদ। অভিযান প্রসঙ্গে সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো: তাজুল ইসলাম জানান, অভিযানের খবর পেয়ে জামায়াত-শিবিরের নেতা কর্মীরা রাস্তায় গাছ ফেলে নৌকা যোগে বিভিন্ন স্থানে পালিয়ে গেছে। তিনজন আটকের ঘটনা নিশ্চিত করে তিনি বলেন, তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক সহিংসতার ঘটনার পর আশাশুনির প্রতাপনগরে জামায়াত-শিবির সাঈদী মুক্তি মঞ্চ তৈরী করে সেখানে সভা সমাবেশ করছিল। একই সাথে তারা মিছিল মিটিংয়ের নামে আওয়ামীলীগের অনেক নেতাকর্মীরদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে। এমনকি সেখানে তারা পুলিশী অভিযানেও রাস্তা কেটে গাছ ফেলে পথরোধ করতো এসব জামায়াত শিবির কর্মীরা। সহিংসতা ঘটনার পর থেকে কার্যৎ ওই এলাকা জামায়াত শিবিরের নিয়ন্ত্রনে ছিল। ফলে ব্যাপক প্রস্ততি নিয়ে রোববার সেখানে অভিযানের পরিকল্পনা করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে এই অভিযানকে অনেকে ‘বজ্র আটুনি ফসকা গেরো’ হিসেবে অভিহিত করেছেন।

এসবিডি নিউজ ডেস্ক