ওয়াসার ১ হাজার ৮৪৯ কোটি টাকার অডিট

ওয়াসার ১ হাজার ৮৪৯ কোটি টাকার অডিট

সংসদ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা ওয়াসার ১ হাজার ৮৪৯ কোটি টাকার অডিট আপত্তি থাকায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে তিন মাসে এ অডিট আপত্তি নিষ্পত্তি করতে বলেছে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অডিট নিষ্পত্তিতে একটি বিশেষ সেল গঠন করে ‘ক্রাশ প্রোগ্রাম’ হাতে  নেয়ারও সুপারিশ করেছে কমিটি। এছাড়া ওয়াসার পরিকল্পনার সঙ্গে স্থানীয় এমপিদের যুক্ত করার সুপারিশ করা হয়। ২৫ এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির ৮০তম বৈঠকে এসব সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এ বি এম  গোলাম মোস্তফার সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য টি আই এম ফজলে রাব্বি চৌধুরী, খান টিপু সুলতান, বীরেন শিকদার, এস কে আবু বাকের, মঈনউদ্দিন খান বাদল এবং আমিনা আহমেদ অংশ  নেন। প্রয়োজনের তুলনায় চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহ ৪২ শতাংশ হওয়ায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য মঈনউদ্দিন খান বাদল সাংবাদিকদের বলেন, ঢাকা ওয়াসার প্রায় দেড়হাজার  কোটি টাকার অডিট আপত্তি রয়েছে। কমিটি অতিদ্রুত এসব আপত্তি নিষ্পত্তির জন্য বলেছে। এছাড়া ওয়াসার পরিকল্পনার সঙ্গে স্থানীয় এমপিদের যুক্ত করার সুপারিশ করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি