রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ সুপার মার্কেটে ফাটলঃ জনমনে আতঙ্ক

রাজধানীর মোহাম্মদপুর সাত মসজিদ সুপার মার্কেটে ফাটলঃ জনমনে আতঙ্ক

রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর মোহাম্মদপুর পুলিশ ফাঁড়িসংলগ্ন সাত মসজিদ সুপার মার্কেটে ফাটল দেখা দেয়ার খবরে আতঙ্ক তৈরি হয়েছে। সবাইকে বের করে দিয়ে ভবনটি ঘিরে রেখেছে পুলিশ। ৬ তলা ভবনটিতে চারটি পোশাক কারখানা ও শতাধিক দোকান রয়েছে। তবে মার্কেটের দোকান মালিক সমিতি বলছে, ২৫ এপ্রিল (বৃহস্পতিবার) মোহাম্মদপুর এলাকায় বিপনি বিতানে ছুটি থাকায় দোকানগুলো এমনিতেই বন্ধ। আর সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় জাতীয় শোক পালনে পোশাক কারখানাগুলোও বন্ধ রাখা হয়েছে বলে দোকান মালিক সমিতির  সমশের আলী জানান। তিনি বলেন, ‘তিন তলার সিঁড়ির পিলারে বেশ কিছুদিন আগে থেকেই ফাটল ছিল। সাভারের ঘটনার পর বৃহস্পতিবার সকালে এ নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়।’

মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বলেন, ‘নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে দিয়ে ভবন ঘিরে রাখা হয়েছে। ফায়ার ব্রিগেড কর্মীরাও আসছেন। তারা বিষয়টি দেখবেন।’

নিজস্ব প্রতিনিধি