অস্থায়ী রাষ্ট্রপতি’র বাসভবনকে ঘিরে ছয় স্তরের নিরাপত্তা বলয়!

অস্থায়ী রাষ্ট্রপতি’র বাসভবনকে ঘিরে ছয় স্তরের নিরাপত্তা বলয়!

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ অস্থায়ী রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এডভোকেট-এর বাসভবনকে ঘিরে ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। নিরাপত্তা ছাড়াও মোহাম্মদপুর ও তেজগাঁও জোনের ৯ জন ট্রাফিক পুলিশ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আছেন। জানা গেছে, অস্থায়ী রাষ্ট্রপতির বাসভবনকে সুরক্ষিত রাখার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং পুলিশবাহিনীর সদস্য রয়েছে। এ তিনটি বাহিনী অস্থায়ী রাষ্ট্রপতির নিরাপত্তায় সার্বক্ষণিক দৃশ্যমান (ভিজ্যুয়াল) জায়গায় থেকে দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং স্পেশাল ব্রাঞ্চ ও (এসবি) দায়িত্ব পালন করছে। এরা অস্থায়ী রাষ্ট্রপতির কাছ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিশেষ প্রতিনিধি