নওগাঁয় নবম শ্রেনীর শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

নওগাঁয় নবম শ্রেনীর শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

আব্বাস আলী,নওগাঁ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নবম শ্রেনীর সাধারন গনিত ও উচ্চতর গনিত সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা বাতিলের দাবীতে নওগাঁ সরকারী ও বে-সরকারী স্কুলের ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন কর্মসুচী পালন করেছে। ২৪ মার্চ (রবিবার) দুপুরে পুরাতন কালেকটরেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আন্দোলন কারী শিক্ষার্থীরা প্রায় ৩০ মিনিটি নওগাঁ রাজশাহী মহসড়ক অবরোধ করে রাখে। পরে নওগাঁ রাজশাহী প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্র নুরুল ইসলাম নিরু, তাহমিদা শেফা, উম্মে হানিফা ও জান্নাতুল ফেরদৌস প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আগামী ৭ দিনের মধ্যে তাদের দাবী পূরন না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান শিক্ষার্থীরা। প্রতিবাদ সভায় ছাত্র-ছাত্রীদের দাবীর সাথে একাতœতা প্রকাশ করেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেজাউল করিম ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাভেদ জাহাঙ্গীর সোহেল এবং তাঁরা ছাত্র-ছাত্রীদের সৃজনশীল পদ্ধতি বাতিলের জন্য উর্ধ্বতন কতৃপক্ষের নিকট বিষয়টি জানানোর আশ্বস্ত করলে তারা সড়ক অবরোধ ও মানব বন্ধন তুলে নেয়। পরে অন্দোলনকারী শিক্ষার্থীরা নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করে।

এসবিডি নিউজ ডেস্ক