গণজাগরণ মঞ্চের পাশে ফাঁসির মঞ্চঃ ৫ রাজাকারের কাঠের কুশপুতুলকে ফাঁসি দেয়া হবে

গণজাগরণ মঞ্চের পাশে ফাঁসির মঞ্চঃ ৫ রাজাকারের কাঠের কুশপুতুলকে ফাঁসি দেয়া হবে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজাকারদের ফাঁসি হবে। এ দাবি আজ সারা বাংলার। সে দাবি পূরণ করা হবে  প্রজন্ম চত্বরে। কার্যকর করা হবে অভিযুক্তদের ফাঁসি। আর তাই গণজাগরণ মঞ্চের পাশে শাহবাগ পূবালী ব্যাংকের সামনে আন্দোলনকারীদের অনেকে ব্যস্ত ফাঁসির মঞ্চ তৈরির কাজে। কেউ পরিকল্পনা করছে। কেউবা হাত লাগিয়েছে মঞ্চের কাজ করছে। কিছুক্ষণেই দাঁড়িয়ে যায় মঞ্চের অবকাঠামো। এ মঞ্চেই রোববার দুপুর ১টায় ফাঁসির দড়িতে ঝুলানো হবে যুদ্ধাপরাধে দণ্ডিত আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার ও কাদের মোল্লাকে। একই অপরাধে ফাঁসিতে ঝোলানো হবে আটক গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীকেও।

জানা যায়, ফাঁসির মঞ্চের মূল পরিকল্পনাকারী তাসবীহ হুসেইন। পুরো পরিবার নিয়ে গুলশান থেকে এসে শাহবাগের চলমান আনন্দোলনে প্রায় প্রতিদিনই অংশ নিয়েছেন তিনি। কয়েকজন বন্ধু মিলে এ ফাঁসির মঞ্চ তৈরি করছেন জানিয়ে তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের প্রতি ঘৃণা আর দেশের প্রতি ভালবাসা থেকেই আন্দোলনে আসা। তারপর এ ফাঁসির মঞ্চ তৈরি করা।’ তিনি আর জানান, ইতোমধ্যে ফাঁসির মঞ্চ তৈরি সম্পন্ন হয়েছে। ১৬ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া এ মঞ্চে পাঁচ রাজাকারের কাঠের কুশপুতুলকে ফাঁসি দেব আমরা। এদিকে তাসবীহ হুসাইনরা কয়েকজন বন্ধু মিলে ফাঁসির মঞ্চের কাজে হাত দিলেও সে কাজ তাদের একা করতে হয়নি। নাম না জানা আরও অনেক আন্দোলনকারী বন্ধুও এসে যোগ হয় এ কাজে।

নিজস্ব প্রতিনিধি