১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিপিবি

১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সিপিবি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ ও জনজীবনের বিভিন্ন সমস্যা দূর করার দাবিতে ১৮ ডিসেম্বর (মঙ্গলবার) দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ও গণতান্ত্রিক বাম মোর্চা এতে সমর্থন দিয়েছে। ৭ ডিসেম্বর (শুক্রবার) সকালে রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতালের এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, তাঁদের দাবির মধ্যে রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত মালিকসহ দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার, সব পোশাক কারখানায় ট্রেড ইউনিয়ন চালু ও শ্রমিকদের নায্য মজুরি প্রদান। এসব দাবিতে ১৫ ডিসেম্বর বিক্ষোভ সমাবেশ করবে বাম দলগুলো।

নিজস্ব প্রতিনিধি