বিশ্বের অপার সম্ভাবনার একটি এলাকা কক্সবাজারঃ এইচ.টি.ইমাম

বিশ্বের অপার সম্ভাবনার একটি এলাকা কক্সবাজারঃ এইচ.টি.ইমাম

কক্সবাজার প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ প্রধানমন্ত্রীর জন প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ.টি.ইমাম বলেছেন, আধুনিক বাংলাদেশ বির্নিমানে বিজ্ঞান নির্ভর প্রযুক্তি সম্মত জন প্রশাসন গড়ে তুলতে হবে। আর এর সাথে তিনি সরকারী সেবা জনগণের দৌরগোড়ায় পৌঁছে দিতে প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্তব্য নিষ্টার সাথে দায়িত্ব পালন করার নির্দেশ দেন। উপদেষ্টা এইচ.টি. ইমাম সরকারী কর্মকর্তাদের সঠিক ভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে বলেন, এক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। সময় মতো কর্মক্ষেত্রে উপস্থিত থাকতে হবে। তিনি ১১ ফেব্রুয়ারী সকালে সমুদ্র সৈকতের ডায়বেটিক পয়েন্টে বিয়াম ফাউন্ডেশনের কক্সবাজার আঞ্চলিক কেন্দ্রের নির্মাণ কাজের শুভ উদ্বোধন পরবর্তী এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

বিয়াম ফাউন্ডেশনের মহা পরিচালক খন্দকার মোহাম্মদ ইফতেখার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ.টি.ইমাম বলেন, আজকে বিশ্বের অপার সম্ভাবনার একটি এলাকা কক্সবাজার সমুদ্র সৈকতের পাদদেশে বিয়াম ফাউন্ডেশনের আঞ্চলিক কেন্দ্রের কাজ শুরু হলো তা অত্যন্ত আনন্দের বিষয়। আমাদের সৈকতের পাদদেশের প্রকৃতির সাথে প্রতিযোগিতা করে এখান থেকেই দেশপ্রেমিক মানুষ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জন প্রশাসন বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুস সোবহান সিকদার, স্থানীয় সরকার বিভাগের সচিব ও বাংলাদেশ এ্যাডমিনিষ্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি আবু আলম মোহাম্মদ শহিদ খান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার মাঈন উদ্দিন আব্দুল্লাহ ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী। অনুষ্ঠান পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমীর আব্দুল্লাহ মোহাম্মদ মনঞ্জুরুল করিম। উল্লেখ্য, ২১ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আধুনিক এবং সৌন্দর্য্যের এ বিয়াম ফাউন্ডেশনের কক্সবাজার আঞ্চলিক কেন্দ্র।

 

 

 

 

 

Admin

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।