তেজগাঁওয়ে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

তেজগাঁওয়ে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ রাজধানীর তেজগাঁওয়ে এফডিসি লেভেল ক্রসিংয়ের কাছে একটি কনটেইনারবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এ কারণে গতকাল রাজধানীতে যানজট তীব্র হয়েছে।
রেলওয়ে পুলিশ (জিআরপি) জানায়, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। আজ বিকেল পৌনে পাঁচটার দিকে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। বগিগুলোতে পাঁচটি তেলের ট্যাংক ছিল। প্রতিটি ট্যাংকে এক লাখ লিটার ডিজেল ছিল। বগিগুলো লাইনচ্যুত হলে একটি ট্যাংকার ফেটে তেল আশপাশে ছড়িয়ে পড়ে। এতে করে ওই ট্যাংকারের অর্ধেকের বেশি তেল নষ্ট হয়ে যায়।
কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জিআরপির উপপরিদর্শক (এসআই) মুক্তার বার্তা সংস্থা ইউএনবিকে জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।