নতুন সেনাপ্রধানঃ ইকবাল করিম ভূঁইয়া

নতুন সেনাপ্রধানঃ ইকবাল করিম ভূঁইয়া

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ সেনাবাহিনীর প্রধান হিসেবে ২৫ জুন (সোমবার) দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তিনি জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হলেন।  গত ৭ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

আজ দুপুরে সেনাবাহিনী সদন দপ্তরে সেনাপ্রধানের দায়িত্ব ভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী ও নবনিযুক্ত সেনাপ্রধান উভয়ে কমান্ড হস্তান্তর ও গ্রহণ বইয়ে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে সেনা সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে বিদায়ী সেনাপ্রধান জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঢাকা সেনানিবাসের অফিসার্স ক্লাবে সেনাবাহিনীর একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে সেনাবাহিনীর ঐতিহ্য অনুসারে মোটরযানে স্ট্রিট লাইনিংয়ের মাধ্যমে মুবীনকে বিদায় জানানো হয়। তিনি ২০০৯ থেকে চলতি বছরের ২৫ জুন পর্যন্ত সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

এসবিডি নিউজ ডেস্ক