সারা দেশে ১২ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

সারা দেশে ১২ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু

সুমন দে,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানী নগরে শুক্রবার সকালে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইফতেখান হোসেন শামীমসহ ৮ জন নিহত হয়েছেন। সকাল ৬টার দিকে ওসমানী নগরের কাশিকাপন (তেরমাইল) এলাকায় সিলেটগামী গ্রীনলাইন পরিবহনের সঙ্গে বিপরীতদিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইফতেখার হোসেন শামীমসহ ৭ জন মারা যান।

আওয়ামী লীগ নেতা শামীমসহ নিহতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি গ্রামের হাজী আব্দুল বাতেন (৪৫), তার ছেলে আবির হোসেন (২০), একই এলাকার রহমতপুর গ্রামের অপু (২৫), বংশালের শওকত আলী আনসার, সৈকত আলী আশরাফ, ঢাকার মতিঝিল এলাকার শাহজাহানপুর অফিসার্স কলোনির রাজেশ্বর সিংহ (২৭)। তিনি ঢাকায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে ঢাকায় কর্মরত। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট এলাকার জারুলিয়া গ্রামে। এছাড়া নিহত হয়েছেন সোহরাওয়ার্দী হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. আফজাল। তার বাসা ঢাকার মিরপুরে।
এ দুর্ঘটনায় আহত হন কমপক্ষে ২০ জন।

ভোরে গাইবান্ধা শহরের ৭ নম্বর গোডাউনের সামনে ট্রাকচাপায় একই পরিবারের ৪ জনসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতরা অসুস্থ রোগী নিয়ে ভ্যানে করে হাসপাতালে যাচ্ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান ২ জন। পরে হাসপাতাল নেয়ার পর আরো ৩ জনের মৃত্যু হয়। নিহতরা হলেন, গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামারপীরগাছা গ্রামের শ্যামল কুমার, চন্দন কুমার, নমিতা রানী, কাঞ্চন বালা, ও ভ্যানচালক আশরাফ আলী।

অসুস্থ স্ত্রীর চিকিৎসা করাতে ঢাকায় এসে বাসচাপায় প্রাণ হারিয়েছেন বরিশালের ফটোসাংবাদিক শহীদুজ্জামান টিটু। শুক্রবার দুপুরে রুপসী হোটেলের সামনে ইউনাইটেড পরিবহনের একটি বাস শহীদুজ্জামানকে বহনকারী রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। 

বরিশাল নগরীর কালিবাড়ী রোড এলাকার বাসিন্দা টিটু স্থানীয় দৈনিক মতবাদ পত্রিকার ফটোসাংবাদিক ছিলেন। স্ত্রীর চিকিৎসা করাতে তিনদিন আগে ঢাকা যান তিনি। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় নিহত হয়েছেন আরেকটি ট্রাকের শ্রমিক। এ সময় আহত হন আরো তিনজন। নিহত মিজানুদ্দিন (২২) রাস্তার পাশে দাঁড় করানো একটি ট্রাক মেরামত করছিলেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। বার আউলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সীতাকুণ্ডের ভানুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

অপরদিকে, রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় নিহত হয়েছেন ইংরেজি দৈনিক ইন্ডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা। শুক্রবার বিকাল সাড়ে ৫টার পর ধানমন্ডির ২ নম্বর সড়কে নিজের অফিসে যাওয়ার সময় একটি বাস স্টার কাবাবের সামনে মোটরসাইকেল আরোহী বিভাসকে চাপা দেয়। এতে ৪৫ বছর বয়সী এই সাংবাদিক ঘটনাস্থলেই নিহত হন বলে তার সহকর্মী নজরুল ইসলাম মিঠু ও আলফা আরজু।এই দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাস্তায় বিক্ষোভ শুরু করে। পুলিশ মৈত্রী পরিবহনের বাসটি আটক করেছে।

এসবিডি নিউজ ডেস্ক