পার্লামেন্টে যাচ্ছেন না সু চি

পার্লামেন্টে যাচ্ছেন না সু চি

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ মিয়ানমারে পার্লামেন্ট অধিবেশন বসছে ২৩ এপ্রিল (সোমবার)। গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি ও তার রাজনৈতিক দলের নির্বাচিত সদস্যরা আজকের অধিবেশনে যোগ দেবেন না। ফলে নবনির্বাচিত বিরোধী আইনপ্রণেতা ও সংস্কারবাদী সরকারের মধ্যে বিরোধের প্রাথমিক লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে।

সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) মুখপাত্র ওন কিয়াং জানান, গণতান্ত্রিক নেত্রী ও দলের অন্য সদস্যরা পার্লামেন্ট অধিবেশনে অংশ নেবেন না। তবে পরে যোগ দেয়া বা না দেয়ার বিষয়ে ওই মুখপাত্র নিশ্চিত করে কিছু বলেননি। আজ রাজধানী নাইপিদায় পার্লামেন্ট ভবনে এ অধিবেশন বসছে। এর আগে শপথ অনুষ্ঠান নিয়ে সরকারের সঙ্গে এনএলডির বিরোধ তৈরি হয়। ইয়াংগুনে এ বিষয় নিয়ে এক বৈঠকের পর সু চি বলেন, আমরা পার্লামেন্ট বর্জন করছি না। আমরা শুধু পার্লামেন্টে যেতে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি।

সূত্রঃ বিবিসি.

আন্তর্জাতিক ডেস্ক