সাড়ে তিন লাখ বর্গফুট দৈর্ঘ্যের আলপনা আঁকা হচ্ছে

সাড়ে তিন লাখ বর্গফুট দৈর্ঘ্যের আলপনা আঁকা হচ্ছে

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে ১৩ এপ্রিল (শুক্রবার) রাত ১০টা ৪৫ মিনিট শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা। বছরের শেষ দিনে নতুন বছরকে স্বাগত জানিয়ে বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী অঙ্কনরীতিতে আঁকা হবে এই আলপনা। লাইসা আহমেদ লিসার কণ্ঠে চিরপরিচিত গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ পরিবেশনার মধ্য দিয়ে অঙ্কনপর্বের সূচনা হয়। এরপর শুরু হবে সংক্ষিপ্ত আলোচনা। এতে প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ।

সড়কের মাঝখানের বিভক্তিসংলগ্ন অংশের উভয় পাশে আলপনা আঁকা হবে। এর দৈর্ঘ্য হবে সাড়ে তিন লাখ বর্গফুট। অঙ্কনের মূল তত্ত্বাবধানে আছেন শিল্পী কাইয়ুম চৌধুরী, রফিকুন নবী, নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য ও মনিরুজ্জামান। এই পাঁচজনের নেতৃত্বে অঙ্কনে সিদ্ধহস্ত ২৫ জন শিল্পীর একটি করে দলও রয়েছে। পাঁচ দলের তত্ত্বাবধানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা), শান্ত-মারিয়ম ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের চারুকলার ২৫০ জন শিক্ষার্থী ও নবীন-প্রবীণ শিল্পী। তাঁরা সড়কের এক একটি অংশে অঙ্কন করবেন। তাঁদের সঙ্গে অঙ্কনে পারদর্শী যে কেউ অংশ নিতে পারবেন। ভোর ছয়টা অবধি চলবে বিশ্বের এই দীর্ঘতম আঁকা। নতুন বছরের প্রথম দিনের সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শেষ হবে আঁকার কাজ। ভোরের আলো যখন এসে স্পর্শ করবে পথের বুকের রাঙা আলপনাকে, তখন সেখানে দাঁড়িয়ে সবাই মিলে ছবি তোলার মধ্য দিয়ে পরিসমাপ্তি ঘটবে এই অভূতপূর্ব কর্মযজ্ঞের।

বিশেষ প্রতিনিধি