বর্ষবরণ অনুষ্ঠানঃ প্রস্তুত ছায়ানট

বর্ষবরণ অনুষ্ঠানঃ প্রস্তুত ছায়ানট

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পহেলা বৈশাখের প্রথম সূর্যোদয়ে রমনার বটমূলে কথা আর সুরে বাংলা নতুন বছরকে এবারও বরণ করবে ছায়ানট। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার উদ্দীপনায় এ আয়োজনে মিলেমিশে থাকছে প্রকৃতি, দেশ আর মাটির গন্ধ। ছায়ানটের সহ-সভাপতি ডা. সারওয়ার আলী জানান, ‘ভোর ছয়টায় সুরের আলাপ দিয়ে শুরু হবে উত্সব। এতে পহেলা বৈশাখ ও ছায়ানটের এ আয়োজনের তাৎপর্য তুলে ধরে সূচনা বক্তব্য দেবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। এরপর শুরু হবে মূল অনুষ্ঠান। এতে থাকবে রাগ আলাপ, একক ও দলীয় সঙ্গীত। থাকবে পঞ্চকবির গানসহ বাংলার মাঠ-ঘাটের লোক গানের একক, দলীয় ও পাঠভিত্তিক পরিবেশনা। এবারে পোশাক হিসেবে ছোট মেয়েদের জন্য থাকছে কমলা রংয়ের শাড়ি ও নারীদের জন্য অফহোয়াইট রংয়ের শাড়ি। ছেলেদের জন্য থাকছে মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পাজামা। ছায়ানটের সভাপতি সন্জীদা খাতুনের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠান। বিটিভি ও বেতার অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। এ অনুষ্ঠানে পঞ্চমবারের মতো স্পন্সর করছে গ্রামীণফোন।
তিনি আরও জানান, ‘১৯৬৭ সাল (মুক্তিযুদ্ধের বছর বাদে) থেকে শুরু হয়ে এখনও ধারাবাহিকভাবে এ উত্সবটি পালন করে আসছে ছায়ানট।’

নিজস্ব প্রতিনিধি