দেশে ফিরেছেন খালেদা জিয়া

দেশে ফিরেছেন খালেদা জিয়া

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: চিকিৎসা শেষে চার মাস পর লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বাংলাদেশ সময় সকাল দশটা ৪০ মিনিটের দিকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান সাবেক এ প্রধানমন্ত্রী। এ সময় দুই পুত্রবধূ এবং ড. এ জেড এম জাহিদের নেতৃত্বাধীন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের ৯ জন একই বিমানে দেশে পৌঁছেছেন। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’-তে রওনা দেন বিএনপির চেয়ারপারসন। দলের নেত্রীকে এক পলক দেখতে বিমানবন্দর এলাকা ও গুলশানে লাখো নেতাকর্মী ভিড় করে আছেন।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা তাকে অভ্যর্থনা জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত গাড়িটি অবশ্য আগে থেকেই বিমানবন্দরের ভিআইপি-৮ নম্বর গেইটের ভেতরে রাখা ছিল।

এসবিডি নিউজ ডেস্ক