শিশুদের নিরাপত্তায় সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন মঙ্গলবার ১৬ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছেন। বড় প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোর ক্ষতিকর প্রভাব থেকে শিশুদের রক্ষা করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
বিশ্বজুড়ে বিভিন্ন দেশের নীতিনির্ধারকরা অনলাইনে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নানা নিয়ম-কানুন তৈরির চেষ্টা করছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় সহিংস ও বিব্রতকর কনটেন্টের পরিমাণ দিন দিন বাড়ছে। লাকসনের প্রস্তাবিত খসড়া আইন অনুযায়ী, সোশ্যাল মিডিয়া কম্পানিগুলোকে ব্যবহারকারীদের বয়স কমপক্ষে ১৬ বছর কি না তা যাচাই করতে হবে। ব্যর্থ হলে তাদের সর্বোচ্চ ২০ লাখ নিউজিল্যান্ড ডলার (প্রায় ১.২ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা গুণতে হতে পারে। অস্ট্রেলিয়ার সদ্য পাস হওয়া একই ধরনের আইনের আদলে নিউজিল্যান্ডের এই প্রস্তাব তৈরি করা হয়েছে। অস্ট্রেলিয়া ইতিমধ্যে ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মে ১৬ বছরের নিচের ব্যবহারকারীদের নিষিদ্ধ করেছে।
লাকসন বলেন,‘এটা আমাদের সন্তানদের সুরক্ষার ব্যাপার। সোশ্যাল মিডিয়া কম্পানিগুলোকেও দায়িত্ব নিতে হবে—তারা যেন আমাদের শিশুদের নিরাপদ রাখতে ভূমিকা রাখে।’
আইনটি কবে সংসদে উত্থাপন করা হবে, তা এখনো পরিষ্কার নয়। তবে লাকসন জানিয়েছেন, তিনি সংসদের সব দলের সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদী। লাকসনের মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি এ খসড়া আইন তৈরি করেছে, যা তিন-দলীয় জোট সরকারের সবচেয়ে বড় অংশীদার। আইন পাস করাতে হলে বাকি দুই শরিক দলেরও সমর্থন প্রয়োজন হবে। লাকসন বলেন, ‘অভিভাবকরা আমাদের বারবার বলছেন, সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে তারা গভীর উদ্বেগে আছেন। তারা বলছেন, সন্তানদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে তারা হিমশিম খাচ্ছেন।’
[সূত্র : এএফপি]