ট্রাম্প নীতিতে বলিউডে অস্বস্তি!

ট্রাম্প নীতিতে বলিউডে অস্বস্তি!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্ক: যুক্তরাষ্ট্রের মসনদে দ্বিতীয় দফায় আসীন হয়েই বিভিন্ন বৈদেশিক পণ্যের ওপর ‘করের পাহাড়’ চাপানো শুরু করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার নজর সরাসরি বিনোদন দুনিয়ায়। গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে ঘোষণা দেন, বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই পদক্ষেপকে তিনি যুক্তরাষ্ট্রের চলচ্চিত্র শিল্প রক্ষার জন্য জরুরি বলে উল্লেখ করেন এবং বিদেশি প্রযোজনাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ ও ‘প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যায়িত করেন। অর্থাৎ বলিউড, দক্ষিণী বা অন্য যেকোনো ভারতীয় সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তি পেলে, দিতে হবে দ্বিগুণ কর। বিষয়টি নিয়ে এরই মধ্যে প্রবল উদ্বেগে ভারতের সিনেমা ইন্ডাস্ট্রি।

সবচেয়ে উচ্চস্বরে প্রতিবাদ তোলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।’

শুধু তাই নয়, বলিউডের গা-ছাড়া মনোভাব নিয়েও সরাসরি কটাক্ষ করে তিনি লেখেন, ‘ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির জেগে ওঠার সময় এসেছে। আত্মতুষ্টি ও পাপ্পারাজ্জি-সংস্কৃতি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন।’

বিশ্লেষকদের মতে, বর্তমানে ভারত থেকে বছরে প্রায় ১৫০-৩০০টি সিনেমা যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। যা থেকে আসে মোটা অঙ্কের রাজস্ব, বৈদেশিক আয় এবং ব্র্যান্ডিংয়ের বড় খাত।

বিনোদন ডেস্ক