অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপায় বের করতে হবেঃ মার্কিন রাষ্ট্রদূত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপায় বের করতে হবেঃ মার্কিন রাষ্ট্রদূত

পটুয়াখালী প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে এবং দেশের রাজনৈতিক সংকট সমাধানে সংলাপের উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, এখনই সময় সকল দলের অংশ গ্রহনে সংলাপের মাধ্যমে একটি সমাধানে আসতে হবে। আর এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা প্রসঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বলেন, আমাদেরই পরিবার, সমাজ ও জাতীয় ব্যপারে দায়িত্ব নিতে হবে। আর দূর্যোগ বিষয়ে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের সাথে আমেরিকা সব সময় পাশে থাকবে। তিনি উল্লেখ করে বলেন আমেরিকার সহায়তায় ইতোমধ্যেই বাংলাদেশে ৫৪৭টি সাইক্লোন সেল্টার নির্মিত হয়েছে এবং আরো ১১৮টি নির্মিত হবে।

মার্কিন রাষ্ট্রদূত ৭ মার্চ (বুধবার) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা স্কুল মাঠে দূর্যোগ বিষয়ক একটি প্রদর্শনী দেখে এ কথা বলেন। এসময় মার্কিন উপসহকারী প্রতিরক্ষা মন্ত্রী ড. জেমস সেয়ার, মিশন ডিরেক্টর রিচার্ড গ্রীন, সামরিক এট্যাচি লেফটেনেন্ট কর্নেল ল্যান্স জ্যাকবসন, পটুয়াখালীর জেলা প্রশাসন ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

এসবিডি নিউজ ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।