অবসরে ‘আকাশকন্যা’

অবসরে ‘আকাশকন্যা’

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কম : ক্রীড়ার আকাশে উজ্জ্বল তারকা ইয়েলিনা ‘গাদজিয়েভনা’ ইসিনবায়েভা। অনেক ডাকেন ‘আকাশকন্যা’ নামে। কেউবা বলেন ‘অসীম উচ্চতার সম্রাজ্ঞী’। আকাশ ছোঁয়ার যে নিরন্তর চেষ্টা, তাতে প্রায় শতভাগ সফল তিনি। পোলভোল্টে ইতিহাসে এতো বড় তারকা আর আসবে কি না সেটা সময়ই বলে দেবে। তবে এতোবার বিশ্বরেকর্ড বোধ হয় আর কারোরই ভাঙা সম্ভব নয়!


রেকর্ড ভাঙার এই নেশার কারণেই তাকে ডাকা হয় ‘নারী সের্গেই বুবকা’ নামে। কিন্তু যতই দিন গড়িয়েছে ততই স্বীয় নৈপুণ্যে সমুজ্জ্বল হয়ে সুনাম কামিয়েছেন। পুরুষ পোলভোল্টে ৩৫ বার নিজের বিশ্বরেকর্ড নিজেই ভেঙেছেন সের্গেই বুবকা।


ইসিনবায়েভার বিশ্ব রেকর্ডের সংখ্যা এখন ৩০। লন্ডন অলিম্পিকটাই হতে পারতো তার শেষ অলিম্পিক। সেবার স্বর্ণ হারিয়েছিলেন বলে আবার ফেরেন ট্রাকে। ইচ্ছা ছিল রিও অলিম্পিকে খেলবেন। প্রস্তুতিটাও শেষ করেন আকাশ কন্যা। তবে মাদক গ্রহণের দায়ে রাশিয়ার অন্যান্য অ্যাথলেটদের মতো তাকেও নিষিদ্ধ করা হয় ব্রাজিল থেকে।


এরপরই খেলা ছাড়ার ইঙ্গিত দেন ইসিনবায়েভা। তবে অবসরের ঘোষণার একদিন আগেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অ্যাথলেট কমিশনের সদস্য নির্বাচিত হয়েছেন ইসিনবায়েভা।


অবসরের ঘোষণা দিয়ে ইসিনবায়েভা বলেন, ‘ভাবছিলাম ক্যারিয়ারটা বোধ হয় শেষ হয়ে গেল। কিন্তু এখন মনে হচ্ছে খেলাতেই থাকছি আমি। শুধু আমার ইভেন্ট থেকে সরে যাচ্ছি। আমি খুশি এজন্য যে, নিজের স্বপ্ন পূরণ করতে পেরেছি।’


তবে বিদায়ের সময়ও সমালোচনা সহ্য করতে হয়েছে এই কিংবদন্তীকে। অলিম্পিকে খেলতে না পারায় ক্ষোভ মিশ্রিত কন্ঠে ইসিনবায়েভা বলেন, ‘নিন্দুকদের ক্ষমা করে দিয়েছি। তবে ঈশ্বর নিশ্চয় তাদের বিচার করবেন।’

..
এছাড়া রিও অলিম্পিকে জয়ীদের উদ্দেশ্যে বলেন, ‘ইসিনবায়েভা ছাড়া অলিম্পিক স্বর্ণ জয় করাটাকে সম্পূর্ণ প্রাপ্তি বলা যায় না।’


এরপরই ইসিবায়েভার সমালোচনা শুরু হয়। স্বর্ণজয়ী গ্রিসের ইকতারিনি বলেন, ‘আমি বলব, আমার মিশনের সফল সমাপ্তি হয়েছে। ব্রোঞ্জ জিতলেও একই কথা বলতাম আমি।’


রৌপ্যজয়ী আমেরিকান সান মরিস বলেন, ‘ইসিনবায়েভার বক্তব্য অসম্মান ও হতাশাজনক।’


যে যেটাই বলুক না কেন, ইসিনবায়েভাকে টপকিয়ে যাওয়া কেবল কঠিনই নয় অনেকটাই যেন ‘অসম্ভব’।

ক্রীড়া প্রতিবেদক