বাংলার বাঘিনী!

বাংলার বাঘিনী!

এসবিডি নিউজ24 ডট ক,ডেস্ক: বাংলার বাঘিনী বলে কথা! তিনি নামবেন ময়দানে, আর তার অঙ্গভঙ্গি বৈচিত্র্যে মাতবেন না দর্শকরা সে কি হয়! অবশ্য বাংলাদেশের হয়েই গ্রেটেস্ট শো অন অলিম্পিক মাতানোর কথা ছিল তার। কিন্তু নানা জটিলতায় সেটি আর সম্ভব হয়নি, তবে অদম্য এই নারী ঠিকই অলিম্পিক মাতাচ্ছেন।


২০১৬ ব্রাজিল রিও অলিম্পিক জিমন্যাস্টিক্সে (রিদমিক) অংশ নিচ্ছেন বাংলাদেশি তরুণী মার্গারিটা মামুন রিটা। ২০ বছর বয়সী এই নারীর জন্ম বাংলাদেশের রাজশাহীতে। তবে তার মা রাশিয়ান। মূলত সে সূত্রেই রাশিয়ায় বসবাস। মা ছিলেন রিদমিক জিমন্যাস্ট, তার হাত ধরেই এই খেলায় হাতেখড়ি। পরে সেখান থেকে এ বছর প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিচ্ছেন তিনি


রিটার বাবা আবদুল্লাহ আল মামুন। তিনি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার ডিগ্রিধারী। মা রাশিয়ার আন্না। তারা এখন সপরিবারে সেখানেই থাকেন।

এসবিডি নিউজ ডেস্ক