বাংলার মাটিতে জঙ্গিদের ঠাঁই নেই

বাংলার মাটিতে জঙ্গিদের ঠাঁই নেই

নিজস্ব প্রতিবেদক, এসবিডি নিউজ24 ডট কম : দেশ থেকে জঙ্গিবাদ সমস্যা দূর করতে পুলিশ জান বাজি রেখে কাজ করছে, বাংলার মাটিতে জঙ্গিদের কোনো ঠাঁই নেই বলে হুঁশিয়ারি করেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।


আজ দুপুরে শেখ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুলিশের আলোচনা সভা ও স্বেচ্ছা রক্তদান কর্মসূচিতে রাজারবাগ পুলিশ লাইনে তিনি এসব কথা বলেন।


কমিশনার বলেন, পুলিশ রোদে পুড়ে বৃষ্টিতে দিন-রাত দেশ এবং দেশের মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। প্রয়োজনের নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিতে পিছপা হন না।


অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রীকে মোহাম্মাদ নাসিমের কাছে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তর করা এবং হাসপাতালে আইসিসিইউ চালু করার দাবি জানান। পরবর্তীতে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ক্রমে পুলিশের এসব দাবি পূরণের আশ্বাস দেন।

নিজস্ব প্রতিনিধি