পৌরসভায় গণসংযোগে ককটেল হামলাঃ মেয়র প্রার্থীসহ আহত ১০

পৌরসভায় গণসংযোগে ককটেল হামলাঃ মেয়র প্রার্থীসহ আহত ১০

এসবিডি নিউজ24 ডট কম,রাজশাহী ব্যুরো: জেলার পবা উপজেলার নওহাটা পৌরসভায় গণসংযোগে ককটেল হামলায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল বারী খানসহ ১০ জন আহত হয়েছেন। পৌরসভার আনসার ক্যাম্পের পাশে মধ্য কুঠিয়াপাড়ায় ২৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মেয়র প্রার্থী আব্দুল বারী খান, নওহাটা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সভাপতি মনসুর রহমান, সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী, যুবলীগ সভাপতি এমদাদুল হক, মানিক হোসেন (৩৪) ও রাসেলকে (৩০) নওহাটা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এর মধ্যে নওহাটার মানিক (৩৪) ও রাসেলকে (৩০) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুবলীগ সভাপতি এমদাদুল হক জানান, গণসংযোগ চলার সময় দূর থেকে কে বা কারা পরপর দুটি ককটেল ছুড়ে মারে। এতে প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগস্থলে পড়ে। দ্বিতীয় বোমার আঘাতেই মেয়র প্রার্থীসহ অন্য নেতাকর্মীরা আহত হন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল বারী খান গণসংযোগ করছিলেন সন্ধ্যায়। চারদিকে অন্ধকার থাকায় দুষ্কৃতকারীরা ককটেল ছুড়ে পালিয়ে যায়। গণসংযোগের মধ্যে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ আওয়ামী লীগ কর্মীরা নওহাটা কলেজের সামনে থাকা বিএনপি প্রার্থী মকবুল হোসেনের নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসবিডি নিউজ ডেস্ক