ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘কোমেন’

ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ‘কোমেন’

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ‘কোমেন’ নামের এই ঘূর্ণিঝড় উপকূলের দিকে এগিয়ে আসতে থাকায় চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। ২৯ জুলাই (বুধবার) রাতে আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র এই তথ্য জানিয়ে বলেছে, একই কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৫ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল থাকায় সব ধরনের জাহাজ, নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এছাড়া বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরার উপকূলীয় চর এলাকা পাঁচ নম্বর বিপদ সঙ্কেতের আওতায় থাকবে। উপকূলের লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এই ঘূর্ণিঝড়টি বৃহস্পতিবার দুপুরের পর উপকূলে আঘাত হানতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে। উপকূলে পাঁচ ফুট জলোচ্ছ্বাসের আশংকা করা হচ্ছে।

এসবিডি নিউজ ডেস্ক