এমন বৃষ্টি হলে আর সোঁদা মাংসের শরীর-

এমন বৃষ্টি হলে আর সোঁদা মাংসের শরীর-

এমন বৃষ্টি হলে আর সোঁদা মাংসের শরীর-
~~~খালেদ হোসাইন~~~
*******************************************************************************************

কবি: খালেদ হোসাইন।

এমন বৃষ্টি হলে কাঁচাঘর ভেঙে পড়ে
জল ঢোকে ঘরে
মাটির উনুনে ঘুরপাক খায় পাঁকাল মাছ।
শিশুটি আঁকড়ে ধরে গর্ভবতী মায়ের আঁচল
জল ভেঙে বাবা গেছে দৃশ্যের আড়ালে-
জীবনের নিভুনিভু সলতের গোড়ায়
যদি দেয়া যায় সামান্য জ্বালানি।
>>>
পানির অপর নাম জীবন নয়
জীবনের অপর নাম পানি।
>>>
শিশু ও বৃদ্ধ ভিজে একেবারে কাদা
এতটুকু নাড়া পেলে ঘাড় থেকে খসে পড়ে
মাথা- অন্তত কোটর থেকে চোখ।
অসুস্থরা মরে গেলে কাফন-কবর নেই
বৃষ্টিজল ধুয়ে দেয় শোক।
>>>
অন্য কোথাও, যেন দূরদেশে
হাতে হাতে ঘোরে তাস, খিচুড়ি ও মাংসের গন্ধ
সোনালি তরলভরা গ্লাসে টুং টাং
>>>
আর সোঁদা মাংসের শরীর-
ভাড়া-করা মায়াবী পরীর।
__________________________________________________________________

অতিথি লেখক