সুপ্রিম কোর্ট থেকে বোমা ও গুলিভর্তি পিস্তল উদ্ধার

সুপ্রিম কোর্ট থেকে বোমা ও গুলিভর্তি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সুপ্রিম কোর্টের আদালতকক্ষে বোমা পাওয়ার পর আইনজীবী সমিতির ভবনের তিনতলা থেকে গুলিভর্তি পিস্তল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ১১ জানুয়ারী (রোববার) সন্ধ্যায় পাঁচ রাউন্ড গুলিভর্তি অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়েছে। উচ্চ আদালত এলাকায় দায়িত্বরত পুলিশের উপ পরিদর্শক শেখ সিরাজুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মূল ভবনের তৃতীয় তলার টয়লেটে পাঁচটি গুলিসহ পিস্তলটি পাওয়া যায়।

এর আগে, রোববার দুপুর ও বিকেলে হাইকোর্টের এ্যানেক্স ৯ ও ১৭ নম্বর আদালতের এজলাস কক্ষে তিনটি বোমা পাওয়া গেছে। পরবর্তীতে ঢাকা মহানগর পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল বোমাগুলো পরীক্ষা করে দেখেছেন এবং সেগুলোর কার্যকারিতা নষ্ট করেছেন। আইনজীবী সমিতির সুপার দীনেশ চন্দ্র দাস সাংবাদ মাধ্যমকে জানান, “সন্ধ্যায় এক লোক এসে টয়লেটে অস্ত্র দেখার কথা জানায়। পরে দারোয়ান পাঠিয়ে আমরা বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশে খবর দেই।”

নিজস্ব প্রতিনিধি