এ জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হবেঃ প্রধানমন্ত্রী

এ জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হবেঃ প্রধানমন্ত্রী

পুলক চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ গ্রাম ও কৃষি বাংলাদেশের মূল চালিকা শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র মুক্ত করা হবে। তিনি বলেন, বাঙ্গালি জাতি বিজয়ী জাতি, এ জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। সেজন্য কৃষির উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

১৩ ডিসেম্বর (শনিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশের কৃষি ক্ষেত্রের উপর গুরুত্বারোপ করতে গিয়ে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী জানান, কৃষি পণ্যের ন্যায্য মূল্য নির্ধারণসহ কীটনাশকের ব্যবহার কমিয়ে সমন্বিত বালাইনাশক পদ্ধতি ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এসএমই খাতে ক্ষুদ্র ঋণ বাড়াতে হবে। বর্তমানেও এসএমই খাতে মাত্র ৪% সুদে ঋণ দেয়া হচ্ছে। এসএমই খাতে ঋণের পরিমাণ বাড়াতে পারলে কৃষকরা আরো বেশি কৃষি উৎপাদন করতে পারবে। আর কৃষক যদি বেশি পরিমাণে উৎপাদন করতে পারে তাহলে নিজেদের চাহিদা মিটিয়ে বাইরেও রফতানি সম্ভব। শেখ হাসিনা বলেছেন, কৃষিতে ভর্তুকি দিতে অনেক সংস্থা বাধা দেয়। কিন্তু আমরা কোনো সংস্থার কথায় কান দেয়নি। মুক্তিযুদ্ধ করে আমরা বিজয় অর্জন করেছি। আমরা কারো কাছে হাত পেতে স্বাধীনতা পাইনি। ১৯৯৬ সালে আমরা যখন ক্ষমতায় আসি তখন বাধা দেয়া হয়েছে। এখনও বাধা দেয়া হচ্ছে। কিন্তু আমরা কৃষিতে ভর্তুকি দেব। বিজয়ী জাতি হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে হলে আমাদের পরিশ্রম করতে হবে। তিনি বলেন, শিক্ষিত হলেই যে কৃষিকাজ করা যাবে না, কৃষক পিতার পরিচয় দেয়া যাবে না, তা কিন্তু নয়। আগামী চার বছরে এ দেশের দারিদ্র্যের হার ১০ শতাংশ নামিয়ে আনতে আমরা কাজ করে যাচ্ছি।

নিজস্ব প্রতিনিধি