বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচঃ বেলজিয়ামের জয় দিয়ে শুরু

বেলজিয়াম-আলজেরিয়া ম্যাচঃ বেলজিয়ামের জয় দিয়ে শুরু

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ  ব্রাজিল বিশ্বকাপ ১২ জুন শুরু হলেও ১৭ জুন এসে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে ‘এইচ’ গ্রুপের দলগুলো। বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হয় বেলজিয়াম ও আলজেরিয়া। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে শুভসূচনা করেছে বেলজিয়াম। তারা ২-১ গোলে হারিয়েছে আলজেরিয়াকে। ম্যাচের ২৪ মিনিটে আলজেরিয়ার ফেঘুইলিকে ডি বক্সের মধ্যে ফাউল করেন বেলজিয়ামের জন ভার্তোগেন। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল করে আলজেরিয়াকে এগিয়ে নেন ফেঘুইলি (১-০)। এরপর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিশ্রায়ে যায় আলজেরিয়া। বিরতির পর ৭০ মিনিটে ম্যাচে সমতা ফেরান বেলজিয়ামের ফেলিয়ানি। তাকে গোলে সহায়তা করেন কেভিন ডি ব্রুইনি। ৮০ মিনিটে ইডেন হ্যাজার্ডের সহায়তায় গোল করে বেলজিয়ামকে এগিয়ে নেন মার্টেন্স (২-১)। শেষ পর্যন্ত মার্টেন্সের গোলটিই ম্যাচের ভাগ্য বদলে দেয়।

‘এইচ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে ভোর ৪টায় মুখোমুখি হবে রাশিয়া ও দক্ষিণ কোরিয়া।

ক্রীড়া প্রতিবেদক