কাশ্মীরে তুষার ধসঃ নিহত ২০

কাশ্মীরে তুষার ধসঃ নিহত ২০

এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলে গতকাল বুধবার দুটি তুষার ধসে নয়জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
শ্রীনগরে দায়িত্ব পালনরত ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল জে এস ব্রার জানান, গতকাল রাতে বান্দিপোড়া জেলার গুরেজ মহকুমার দাওয়ার গ্রামে সেনাবাহিনীর ব্রিগেড সদর দপ্তরে বড় ধরনের তুষার ধসের ঘটনা ঘটে। সেখানে ধ্বংসাবশেষের নিচ থেকে এ পর্যন্ত ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে গান্দারবাল জেলায় সেনাবাহিনীর একটি ক্যাম্পে একই ধরনের ঘটনা ঘটেছে। সেখানে তিন সেনা নিহত হয়েছে। তবে এই তুষার ধসের ঘটনায় অন্তত ২০ জন সেনা নিহত হয়েছে বলে এক টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে।
বিবিসি জানিয়েছে, গত কয়েক মাস ধরে কাশ্মীরে ব্যাপক তুষার ধসের ঘটনা ঘটছে। সেনাসদস্যরা উদ্ধার কাজে বিমানবাহিনীর সহায়তা চাইলেও প্রচণ্ড তুষারপাতের কারণে সেখানে বিমান অবতরণ করতে পারছে না। তাই উদ্ধারকাজ কিছুটা বিলম্বিত হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।