উদ্বোধনের অপেক্ষায় ঝিনাইদহের ১৫টি প্রতিষ্ঠান

উদ্বোধনের অপেক্ষায় ঝিনাইদহের ১৫টি প্রতিষ্ঠান

আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ থেকে, এসবিডি নিউজ24 ডট কমঃ ৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেল ৩টায় ঝিনাইদহ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। জনসভায় ভাষণ দেয়ার আগে প্রধানমন্ত্রী ১৫টি সরকারি প্রতিষ্ঠান উদ্বোধন করবেন ও ভিত্তিপ্রস্তর স্থপান। ঝিনাইদহের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মাসুম আলী বেগ জানান, প্রধানমন্ত্রীর সফরসূচি পাওয়ার অনেক আগ থেকেই আমরা প্রশাসনিক কাজ শুরু করেছি।
এদিকে, প্রধানমন্ত্রীর সফরসূচি চূড়ান্ত হওয়ার পর থেকেই আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে নেতাদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ করছেন, বড় বড় বিলবোর্ড, প্লাকার্ড ও ব্যানার শোভা পাচ্ছে ঝিনাইদহ শহরে। প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ জাহাঙ্গীর আলম সাক্ষরিত কর্মসূচি সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে চুয়াডাঙা বাস স্ট্যান্ড সংলগ্ন গোল চত্বরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য প্রেরণা ৭১, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ, ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট, খাবার স্যালাইন ফ্যাক্টরি, পোস্ট অফিস ভবন, শিশু একাডেমি কমপ্লেক্স, ঝিনাইদহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, সরকারি কেসি কলেজের চারতলা ভবন ও ঝিনাইদহ পৌরসভার সম্প্রসারিত ভবনের উদ্বোধন করবেন। এছাড়া তিনি ঝিনাইদহ সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, ঝিনাইদহ সরকারি কেসি কলেজের নতুন একাডেমিক ভবন এবং ঝিনাইদহ-চুয়াডাঙা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এসবিডি নিউজ ডেস্ক