নগরে গতিশীলতার জন্য গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের আহ্বান

নগরে গতিশীলতার জন্য গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের আহ্বান

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সকল ক্ষেত্রে গতিশীলতা আনয়ন নগরায়নরে অন্যতম লক্ষ্য। কিন্তু ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শহরে যানজটের কারণে গতিশীলতা ব্যহত হচ্ছে। যা উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিকতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। যাতায়াত ব্যবস্থায় গতিশীলতার জন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণও গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন যেমন রেল, বাস, হাঁটা, রিকশা ও বাইসাইকেলে চলাচলে মানুষকে উৎসাহ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশ্ব বসতি দিবস ২০১৩ উপলক্ষ্যে আজ (৭ অক্টোবর) সকাল ১১ টায় শংকর (ধানমন্ডি) বাসস্ট্যান্ড এর সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত লিফলেট ক্যাম্পেইন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

জাতিসংঘ কর্তৃক ঘোষিত প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার “বিশ্ব বসতি দিবস”। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় “Urban Mobitity” যার ভাবানুবাদ করা হয়েছে “সক্রিয় নগর; যুগোপযোগী নগর”। বর্তমানে ঢাকা শহরে যানজটে নগর জীবনের গতি বাধাগ্রস্থ হচ্ছে। কখনো কখনো দশ মিনিটের পথ  এক ঘন্টায় পাড়ি দেয়া কঠিন হয়ে পড়ে। যানজট হ্রাসে সরকার কর্তৃক প্রাইভেট কার ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ব্যক্তিগত পর্যায়েও যানজট এড়ানোর জন্য প্রাইভেট কার ব্যবহার করা থেকে বিরত থাকা যেতে পারে। প্রাইভেট কারের ব্যবহার কমাতে শিশুদের হেঁটে স্কুলে পাঠানো এবং কর্মস্থল, বাজার ও কাছাকাছি দূরত্বে হেঁটে যাতয়াত করা যেতে পারে। যা আমাদের সন্তানের সুস্থতা এবং সামাজিকীকরণে ভূমিকা রাখবে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি এলাকায় সমমানের ভালো স্কুল চালুর ক্ষেত্রে সহযোগিতা করা এবং হেঁটে চলাচলের নিরাপদ পরিবেশ তৈরি করার প্রতি মনযোগী হতে হবে। মূলত উপযোগী হাঁটার পরিবেশ ও মানসম্মত পাবলিক পরিবহন না থাকায় প্রাইভেট কারের উপর নির্ভরশীলতা বাড়ছে। গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রাইভেট কারের বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি দুষ্টচক্রের ন্যয় যানজট, জ্বালানী অপচয়, দূষণ, দূর্ঘটনা, অবকাঠামোগত ব্যয়, যাতায়াত খরচ এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বৃদ্ধি করছে। তাই যানজট থেকে পরিত্রাণ পেতে, নগরবাসীকে হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি কমিউনিটিতে মানুষের মৌলিক কিছু প্রয়োজন মেটানোর সুযোগ সৃষ্টি করতে হবে যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, বাজার, বিনোদন কেন্দ্র ইত্যাদি। এর সঙ্গে নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার পরিবেশ এবং পাবলিক পরিবহণের মানোয়ন্নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

লিফলেট ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন র‌্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান, সিনিয়র প্রজেক্ট অফিসার নাজনীন কবীর, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর আতিক মোর্শেদ, অরুণ দলের তরুণ দল এর মোহাম্মদ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রস্ট এর ডেভেলপমেন্ট অফিসার সামিউল হাসান সজীব, আতিকুর রহমান, শারমিন আক্তার রিনি, আয়শা আরাফাত ইকরা।

নিজস্ব প্রতিনিধি