পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল

পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ২৫ আগষ্ট (রোববার) সন্ধ্যায়  চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও বরিশালের কমিশনারসহ পুলিশের ডিআইজি পদমর্যাদার ৬ জন এবং ৮ পুলিশ সুপার পদে রদ বদল করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কয়েকটি জঙ্গি সংগঠনের তৎপরতার কারণে রদবদল আনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলামকে পাঠানো হয়েছে রাজশাহীতে। রাজশাহীর কমিশনার এস এম মনির-উজ জামানকে খুলনা রেঞ্জের ডিআইজি করা হয়েছে। খুলনা মহানগরীর কমিশনার মো. শফিকুর রহমানকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। বরিশালের কমিশনার মো. শামসুদ্দিনকে পাঠানো হয়েছে খুলনায়। বরিশালে পাঠানো হয়েছে সিআইডিতে কর্মরত উপ মহাপরিদর্শক শৈবাল কান্তি চৌধুরীকে। পুলিশ সুপারদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার মো. কামরুল আহসানকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক হিসেবে পাঠানো হয়েছে। বরিশাল রেঞ্জ অফিসে সংযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকেও পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক করা হয়েছে। রংপুর রেঞ্জ অফিসে সংযুক্ত দেবদাস ভট্টচার্যকে বান্দরবানের পুলিশ সুপার করা হয়েছে। নড়াইলের এস এম ফজলুর রহমানকে খুলনার উপপুলিশ কমিশনার হিসেবে পাঠানো হয়েছে। রাঙামাটির কমান্ড্যান্ট মো. মোরশেদ আলমকে পিবিআই ঢাকা-এর পুলিশ সুপার করা হয়েছে। মেহেরপুরের পুলিশ সুপার মো. মোকাম্মেল হোসেনকে হাইওয়ে পুলিশ মাদারীপুরের পুলিশ সুপার এবং গাইবান্ধার সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে মেহেরপুর পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. ছিবগাত উল্লাকে পঞ্চম এপিবিএন, ঢাকার অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক মো. মুশফেকুর রহমানকে সিলেট মহানগরীর উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

বিশেষ প্রতিনিধি