সুন্দরগঞ্জে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের মানুষ

সুন্দরগঞ্জে প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের মানুষ

মো. ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা ও ব্রহ্মপুত্র পাড়ের মানুস প্রকৃতির সাথে যুদ্ধ করে জীবন সংগ্রামে কোন রকমে টিকে আছে। প্রতিদিন প্রকৃতির রুদ্ধ রোদে স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে। যদিও আধুনিক যুগেও আধুনিক জীবন ও নাগরিক জীবন নানান সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এ উপজেলার ১৫টি ইউনিয়নে মধ্যে ৬টি ইউনিয়ন রাক্ষুসী তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-নদীর করাল গ্রাসে ক্ষতিগ্রস্থ । এর জন সংখ্যা প্রায় ৬০ হাজারের মধ্যে গ্রহহীন ও দুঃস্থ মানুষের সংখ্যা অধেকের বেশি। বন্যার খরা, নদী ভাঙ্গনসহ বিভিন্ন দুর্যোগের কারণে এসকল মানুষের অভাব-অনট ন নিত্যদিনের সঙ্গী। প্রতি বছর ভয়াবহ নদী ভাঙ্গনে  ভিটে মাটি জমি  জমা হারিয়ে অণ্য চরে ঘর বাঁধার স্বপ্ন দেখে ওরা। নতুন চর জেগে উঠলে দলবদ্ধ ভাবে নতুন ঝীবন শুরু করে। একচর ভেঙ্গে গেলে অন্য চরে ঘর বাঁধে আর্থিক দৈন্যতার কারণে যাযাবরের  মতো জীবন কাটে চাদের। অভাব-অটনের কারণে অর্ধ্যাহার অনাহার দিন কাটে। কড়ে ঘরে ও কাপড় ধরে বসবাস সরকারি বে-সকাররি সহযোগিতা তাদের ভাগ্যে কর্মই জোট। প্রকৃতির সাথে সংগ্রাম করে বেঁচে থাকে গরীব দুঃস্থ অসহায় মানুষেরা। কথা হয় কাজিয়ার চরের ফয়েজ উদ্দিনের সাথৈ আজ থেকে ৩০ বছর আগে আমি চরে বসবাস করতাম। তখন আমার গোলা ভরা গরু, পুকুর ভরা মাছ আর বন্যায় তিস্তা নদীর করাল গ্রাসে সব কিচু তছনছ হয়ে যায়। সে থেকে নদী ভাঙ্গনের শিকার হই কয়েক বার। এখন কাজিয়ার চরের অন্যের খালি জমিতে কোন মতে আশ্রয় নিয়ে আছি না আছে কোন রাস্তা আছে কোন বাজার হাট। বসবাসের কোন মতো জীবন কাটে চর বাসিরা অসুখ-বিসুখে চিকিৎিসায় জন্য কোন ব্যবস্থা না  থাকায় অনেকে বিনা চিকিৎসায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় চরে বসবাসরত মুক্তিযোদ্ধা ফজলার রহমান জানায় কোটি কোটি টাকা ব্যায়ে সরকার কাজিয়ার চর ও বাদামের চরে আশ্রয়ন প্রকল্প নির্মাণ করে চরাঞ্চালের অসহায় মানুষের আবাসন ব্যবস্থা নিশ্চিত করলেও স্থানীয় চেয়ারম্যান মেম্বরদের হস্তক্ষেপ অনেক দুঃস্থ মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ইতোমধ্যে যারা আশ্রয়ন প্রকল্পে বরাদ্দ পেয়েছে সম্প্রতি নদী ভাঙ্গনে ৬টি ব্যারাক নদী গর্ভে চলে যাওয়ায় ৩০টি পরিবার খোলা আকাশের নীচে পরিবার পরিজন নিয়ে দিন কাটাচ্ছে। চরে কোন শিক্ষা প্রতি দিন না থাকায় শত শত শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে সমাজের বোঝা হয়ে বেড়ে উঠচ্ছে।

এসবিডি নিউজ ডেস্ক