সাঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নার্স সংকটে রোগীদের দূর্ভোগ

সাঘাটায় স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নার্স সংকটে রোগীদের দূর্ভোগ

ছাদেকুল ইসলাম রুবেল, গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জরুরী বিভাগে ডাক্তার না থাকা, ওয়ার্ড বয় দিয়ে রোগীর সার্জারীর কাজ করানো, বকশিসের নামে রোগীদেরকে বিরক্ত করা, ডাক্তার-নার্স সংকট ও প্রায় ১ বছর ধরে নির্মাণকৃত নতুন কমপ্লেক্স ভবন অজ্ঞাত কারণে উদ্বোধন না করা সহ নানা সমস্যায় দিন দিন নিজেই রোগাক্রান্ত হয়ে পড়ছে গাইবান্ধার সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। নানা অবহেলার কারণে একমাত্র স্বাস্থ্য কেন্দ্রটির উপর নির্ভরশীল উপজেলার চরাঞ্চল বেষ্টিত ৩ ইউনিয়নের দুস্থ্য সাধারণ লোকজন চরম ভোগান্তি পোহাচ্ছেন। চিকিৎসা না পেয়ে ফিরে যাচ্ছেন অনেক লোকজন। কিন্তু দেখার কেউ না থাকায় সমস্যা দিন দিন বাড়ছে। ২৮ জুন শুক্রবার সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে দেখা যায় জরুরী বিভাগে দায়িত্বরত সার্জারী ডাক্তার নেই। ভুক্তভোগী রোগীরা জানান, সকাল থেকে রাত পর্যন্ত ডাক্তার আসে নাই। দায়িত্বে থাকা সহকারী সার্জন অজ্ঞাত কারণে হাসপাতালে আসেননি। জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য রয়েছেন শুধু একজন কম্পিউনিটি মেডিকেল অফিসার ফিরোজ উদ্দীন। তার সঙ্গে কথা হলে ডাক্তার না থাকায় সঠিক কোন উত্তর দিতে পারেননি। ওই দিন বিকেল ৪টার দিকে কচুয়া ইউনিয়নের উল্যা সোনাতলা গ্রামের মিনহাজ (৩২) পায়ের একটি অংশে কাটা নিয়ে হাসপাতালে আসেন চিকিৎসার জন্য। তার পায়ে সেলাই করেন ওয়ার্ড বয়ের দায়িত্বে থাকা আনোয়ার হোসেন। অথচ সার্জারী ডাক্তারের এই সেলাই করার কথা। একই দিন সকালে আরো রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসে জরুরী বিভাগে ডাক্তার পান নি। এদিকে হাসপাতালের আভ্যান্তরিন পরিবেশ একেবারে নোংরা। সুইপার দিয়ে করানো হয় মহিলা রোগীদের বাচ্চা প্রসবের কাজ। বাচ্চা প্রসব হলেই তাদের কাজ থেকে বকশিস আদায়ের জন্য শুরু হয় দেন দরবার। কোন কোন দিন রোগীর লোকজনদের সঙ্গে এ নিয়ে চলে বাক বিতন্ডা। এছাড়াও ৩১ শর্য্যা থেকে উন্নীত হয়ে ৫০ শর্য্যায় রুপান্তরিত করে নতুন ভবনের কাজ ১ বছর আগে সম্পন্ন হলেও অজ্ঞাত কারণে আজও উদ্বোধন হচ্ছে না। এসব ব্যাপারে কথা বললে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ফরহাদ আলম জানান, ম্যান পাওয়ার সহ উপর মহলের নানা সমস্যার কারণে নতুন ভবন উদ্বোধন করা সম্ভব হচ্ছে না। ওয়ার্ড বয় দ্বারা রোগীর সার্জারী কাজ সারা ও জরুরী বিভাগে ডাক্তার না থাকার ব্যাপারে তিনি বলেন, এ ব্যাপারে তথ্য সঠিক হলে ব্যবস্থা নেয়া হবে। একটু সমস্যা থাকতে পারেই বলে তিনি জানান।

এসবিডি নিউজ ডেস্ক