ঢাকা-চট্টগ্রামসহ কয়েক জেলায় ভারি বর্ষণের আশঙ্কা

ঢাকা-চট্টগ্রামসহ কয়েক জেলায় ভারি বর্ষণের আশঙ্কা

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ঢাকাসহ দেশের চট্টগ্রাম-বরিশাল বিভাগে দুদিন যাবৎ প্রবল বৃষ্টিপাত হচ্ছে। মৌসুমী বায়ুর প্রভাবে আগামীকাল বৃষ্টিপাতের ধারাবাহিকতা থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমী বায়ু মায়ানমারে অবস্থান করলেও এর প্রভাবে বৃষ্টিপাতে পরিমাণ বেড়েছে। শনিবার ও ঢাকাসহ চট্টগ্রামের কয়েক জেলায় ভারি বর্ষনের সম্ভাবনা রয়েছে। তবে রোববার নাগাদ গরম পড়তে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশে এখনো আসেনি, কালবৈশাখীর প্রভাবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। টানা দুদিনের বর্ষনে রাজধানী ঢাকার রাজপথে হাঁটু পানি জমে যায়। ঢাকায় শুক্রবার সকাল নয়টা পর্যন্ত ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া কালবৈশাখী ঝড়ের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় ঢাকা চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলেও বৃষ্টির দাপট রয়েছে। শুক্রবার কক্সবাজারে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে পাহাড় ধ্বসের আশংকা রয়েছে।

এসবিডি নিউজ ডেস্ক