কেশবপুরে বে-সরকারি সংস্থা ধ্রুব’র কর্মশালা অনুষ্ঠিত

কেশবপুরে বে-সরকারি সংস্থা ধ্রুব’র কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান, যশোর প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যশোরের কেশবপুরে বে-সরকারি ও মানব উন্নয়ন সংস্থা ধ্রুব’র উদ্যোগে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে “নারী শিক্ষার প্রতিবন্ধকতা ও উন্নয়ন, প্রেক্ষাপট দলিত” শীর্ষক শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে (শুক্রবার) স্থানীয় আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে কর্মশালায় ধ্রুব সংস্থার চেয়ারম্যান ডাঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু সায়েদ মোঃ মনজুর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতা সংস্থা স্পিক আপ ইউএসএ’র ইন্টারন্যাশনালের ডিরেক্টর মিঃ ট্রয় এন্ডারসন, ম্যাগী ম্যানলে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেশবপুর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক অসিত কুমার মোদক, সাধারন সম্পাদক তপন কুমার ঘোষ মন্টু, দীপক দাস প্রমুখ। সংস্থার প্রতিনিধি চম্পা দাসের উপস্থাপনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প পরিচালক মিসেস রেখা মারিয়া বৈরাগী। গবেষনাধর্মী মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী প্রধান উত্তম দাস। কর্মশালা শেষে সমাজের সুবিধা বঞ্চিত দলিত জনগোষ্ঠির শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন অতিথিরা।

এসবিডি নিউজ ডেস্ক