রহস্যঘেরা সালাহউদ্দিনের গ্রেফতার

রহস্যঘেরা সালাহউদ্দিনের গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ সাভারের বিএনপি দলীয় সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন বাবুকে ২২ মে (বুধবার) সন্ধ্যা মুক্তির পর কারা ফটক থেকে আটক করে রাতেই ছেড়ে দিলো মহানগর গোয়েন্দা পুলিশ। সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ফটক থেকে আটকের পর বাবুকে একটি সাদা মাইক্রোবাসে করে কাশিমপুর কারাগার থেকে ঢাকার মিন্টো রোডের ডিবি অফিসে নিয়ে আসা হয়। ডা. সালাউদ্দিনের ভাই সাভারের ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মইনউদ্দিন বিপ্লব জানান, বুধবার সকালেই সালাহউদ্দিন বাবুর মা মারা গেছেন। সন্ধ্যায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়ে তার মায়ের জানাজায় অংশ নেয়ার কথা ছিলো। তিনি আরো জানান, ২১ মে (মঙ্গলবার) সালাহউদ্দিন বাবুর বিরুদ্ধে দায়ের করা সব ক’টি  মামলায় জামিন হয়। সালাউদ্দিনকে গ্রেফতারের ব্যাপারে মহানগর গো্য়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার মোল্লাহ নজরুল ইসলাম রাত ন’টায় বলেন, “একটি ভুল তথ্যের ভিত্তিতে তাকে নিয়ে আসা হয়েছে। একটু পরে তাকে ছেড়ে দেয়া হবে।” এর কিছু সময় পর রাত সোয়া নয়টায় মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে ডা. বাবুকে তার ভাই এর জিম্মায় ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ। দেওয়ান সালাহউদ্দিনের স্ত্রী সাবিনা সালাহউদ্দিন জানান, বুধবার সকালে তার শাশুড়ি মারা যান। বিকালে সাভারের অধোরচদ্র স্কুল মাঠে প্রথম নামাজে জানাজা শেষে সালাহউদ্দিনের এর মুক্তির অপেক্ষায় তার মায়ের মরদেহ হিমঘরে রাখা হয়। বৃহস্পতিবার বাদযোহর আশুলিয়ায় তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

নিজস্ব প্রতিনিধি