পেশাজীবী শ্রমিক নেবে ওমান সরকার

পেশাজীবী শ্রমিক নেবে ওমান সরকার

রুমপ হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ ওমান সরকার বাংলাদেশে থেকে সাধারণ শ্রমিকের পাশাপাশি প্রচুর পেশাজীবী শ্রমিক নেবে। এজন্য খুব শিগগিরই কৌশল নির্ধারণ করতে ওমান থেকে একটি ‘টেকনিক্যাল টিম’ বাংলাদেশে আসবে। তারা বিভিন্ন দিক পর্যাবেক্ষণ শেষে বাংলাদেশ সরকারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করবে। ১২ মে (রোববার) প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, ৫০০ থেকে ৬০০ পেশাজীবী ডাক্তার নেবে ওমান। এছাড়া সাধারণ শ্রমিক তো নেবেই। এ ব্যাপারে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। মন্ত্রী সম্প্রতি ৭ দিনের ওমান সফর করেছেন। তিনি সেদেশের উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেছেন। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেন খন্দকার মোশাররফ হোসেন।  প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সরকার সৌদি সরকারের সঙ্গে আকামার সুযোগ দেয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। অবশেষে দীর্ঘ সময় পরে এখন তারা সেই সুযোগ দিয়েছে। এটি আমাদের জন্য বিরাট সুযোগ বললেন মন্ত্রী।

নিজস্ব প্রতিনিধি