ময়মনসিংহে পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

ময়মনসিংহে পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

আনোয়ার হোসেন,ময়মনসিংহ থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ হরতালের সমর্থনে পিকেটাররা ৮ মে (বুধবার) সন্ধ্যায় ময়মনসিংহ শহরের পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে। এ সময় পিকেটাররা আরো ৪টি বাস ও বেশকয়েকটি অটো রিক্সা-সিএনজি ভাংচুর করে। বাসে অগ্নিসংযোগের সময় বেশ কয়েকজন যাত্রী হুড়োহুড়ি করে দরজা-জানালা দিয়ে নামতে গিয়ে আহত হয়।

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, সন্ধ্যা ৭টার দিকে ২০/২৫ জন পিকেটার লাঠিসোটা নিয়ে পাটগুদাম ব্রীজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা কয়েকটি বাস ও অটো-সিএনজি ভাংচুর করে। এসময় উশৃঙ্খল পিকেটাররা নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি সিএনজি চালিত হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে সম্পূর্ণ অংশ পুড়ে গেছে।

এসবিডি নিউজ ডেস্ক