দুই দিনের হরতালের প্রথম দিনঃ বিক্ষিপ্ত সংঘর্ষ,বাস-ট্রাক ভাঙচুর,ককটেল বিস্ফোরণ

দুই দিনের হরতালের প্রথম দিনঃ বিক্ষিপ্ত সংঘর্ষ,বাস-ট্রাক ভাঙচুর,ককটেল বিস্ফোরণ

শহিদুল ইসলাম ও ফারুক আহমেদ,এসবিডি নিউজ24 ডট কমঃ গাড়ি ভাঙচুর, ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে সারাদেশে ১৮ দলের ডাকা দুই দিনের সকাল-সন্ধ্যা হরতালের প্রথম দিন শেষ হয়েছে। হরতাল চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাস-ট্রাক ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

রাজধানীতে ঢিলেঢালা হরতালের চিত্রঃ

সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে। সংখ্যায় কম হলেও রাস্তায় গণপরিবহন চলাচল করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যাও বাড়ে। তবে যথারীতি গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ছিল। রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সকালে তেজগাঁও শিল্পাঞ্চলে হরতালের সমর্থনে ছাত্রদল কর্মীদের মিছিল থেকে একটি হাতবোমা ফাটানো হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। তবে পুলিশ পৌঁছার আগেই তারা চলে যান। এছাড়া মিরপুর চিড়িয়াখানা রোডে ছাত্রদল ও সবুজবাগে যুবদল কর্মীরা হরতাল সমর্থনে মিছিল করে। আগারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। হরতালের মধ্যেও পল্টন ও মতিঝিল এলাকার পরিস্থিতি অনেকটাই ছিল স্বাভাবিক। নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে অন্যান্য হরতালের দিনের মতোই  নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। রাজধানীতে হরতালের সমর্থনে মিছিলের চেয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের হরতারবিরোধী মিছিল বেশি লক্ষ্য করা যায়। সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ক্যাম্পাসসহ বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকায় একাধিক হরতারবিরোধী মিছিল করেছে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ধানমন্ডি কার্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, বিভিন্ন থানা যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে হরতালবিরোধী মিছিল বের করা হয়।

নিজস্ব প্রতিনিধি