গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিল জালিয়াতি

গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রিকৃত দলিল জালিয়াতি

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসে ভলিউমের পাতা ছিঁড়ে এবং রেজিস্ট্রিকৃত দলিল কাটা ছেড়া করাসহ সীমাহীন অনিয়ম ও দুর্নীতি অব্যাহত রয়েছে। ফলে জনগণকে প্রতারণার ফাঁদে পড়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।অভিযোগে জানা গেছে, সদর উপজেলার বাদিয়াখালি রিফাইতপুর গ্রামে রফিকুল ইসলাম ১৫ শতক জমি (খতিয়ান নং আরএস ৩২০৯, দাগ নং ৫৫৪৩, নতুন দাগ ৭৫৯২, ভিপি ১৪৭৭, দলিল নং ৬৯৭৭) তার ছোট বোন খন্দকার ওমর ফারুক সেলুর স্ত্রী বেবী বেগমের দানপত্র দলিলমুলে প্রাপ্ত হয়। কিন্তু উক্ত দলিলের জাবেদা কপি (৪৩৩৭ তারিখ ১ এপ্রিল ২০১৩) তুলে দেখা যায় তাতে অবৈধভাবে রিফাইতপুর গ্রামের হুমায়ন কবির ও রুহুল আমিনের নাম দলিল জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে উক্ত দলিলে সংযোজন করা হয়েছে। এব্যাপারে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা রেজিষ্ট্রার ও জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দাখিল করা সত্ত্বেও কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

উল্লেখ্য, গাইবান্ধা সাব-রেজিষ্ট্রার অফিসে একটি চক্র দীর্ঘদিন যাবত এ ধরণের জালিয়াতি ঘটনা ঘটিয়ে আসছে। গত ২২ এপ্রিল গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাতা পাল্টিয়ে একজনের জমি আরেকজনের নামে লিপিবদ্ধ করার চেষ্টাকালে আমিন হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সাব-রেজিষ্ট্রার আনন্দ চন্দ্র বর্মণ বাদী হয়ে আমিন হোসেন, নকল নবিশ নাজমুল ইসলাম ও রেকর্ড কিপার বিধু ভূষণের ছেলে বিধান চন্দ্রের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনার পরও জালিয়াতি বন্ধ হয়নি। কেননা রেকর্ড কিপার বিধু ভূষণসহ সাব-রেজিস্ট্রি অফিসের সংশ্লিষ্ট কাজে জড়িত সরকারি কর্মচারী এবং নকল নবীশদের একটি চক্র বিপুল অর্থের বিনিময়ে দলিল জালিয়াতির অপতৎপরতা চালিয়ে আসছে।

এসবিডি নিউজ ডেস্ক