সুবর্ণ এক্সপ্রেসের ৫টি বগি আগুনে ভস্মীভূত ।। সাসপেন্ড ৪

সুবর্ণ এক্সপ্রেসের ৫টি বগি আগুনে ভস্মীভূত ।। সাসপেন্ড ৪

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ চট্টগ্রাম রেল স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসের পাচঁটি বগি আগুনে পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এতে  হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এ ঘটনায় চারজনকে সাময়িক বরখাস্ত এবং চার সদস্যের করে দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে জানান রেলওয়ের পূর্বাঞ্চলীয় মহাব্যবস্থাপক তাফাজ্জল হোসেন। বরখাস্তরা হলেন- চট্টগ্রাম রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাহাবুবুর রহমান, রেলের নিরাপত্তার দায়িত্বরত হাবিলদার মনজুর আলম এবং জসিমউদ্দিন ও রায়হান আলী নামে দুই প্রহরী। আগুন দেয়ার ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে জানান চট্রগ্রাম রেল স্টেশন মাস্টার এ এস এম শামসুল আলম। তিনি বলেন, ৭ মে (মঙ্গলবার) সকাল ৭টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য অপেক্ষমাণ ট্রেনটিতে ভোর ৫টার দিকে কে বা কারা আগুন দেয়। এসময় ট্রেনের বিভিন্ন বগিতে ভাংচুরও করা হয়। স্টেশনে অবস্থানরত নিরাপত্তাকর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন জানিয়ে শামসুল আলম বলেন, “আগুনে একটি বগি সম্পূর্ণ ও অন্য চারটি আংশিক পুড়ে যায়।” নতুন দুটি বগি সংযোজনের পর সকাল ৯টায় ট্রেনটি ঢাকার উদ্দেশে চট্টগ্রাম রেল স্টেশন ছেড়ে যায়। ট্রেনটিতে মোট ১৮টি বগি ছিল। আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি দুটির নেতৃত্বে রয়েছেন, রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কমকর্তা মিয়া জাহান ও রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. রোকনুজ্জামান।

বিশেষ প্রতিনিধি