আশুলিয়ার ‘হোপলন’ পোশাক কারখানায় ছাদ ধসে পড়ে ১৫ শ্রমিক আহত

আশুলিয়ার ‘হোপলন’ পোশাক কারখানায় ছাদ ধসে পড়ে ১৫ শ্রমিক আহত

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আশুলিয়া শিল্পাঞ্চল এলাকার একটি তৈরী পোশাক কারখানার ভেতরে ছাদ ধসে পড়ে। এসময় কারখানা থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে ১৫জন শ্রমিক আহত হয়। পরে কারখানাটি ছুটি ঘোষনা করে কর্তপক্ষ। ৬ মে (সোমবার) দুপুরে আশুলিয়ায় ডিইপিজেডের পুরাতন জোনের হোপলোন নামক একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক সুত্রে জানায়, হোপলন কারখানার তিন নম্বর ভবনের প্রায় সাড়ে তিন হাজার শ্রমিক সোমবার সকালে কাজে যোগ দেয়। পরে দুপুর সোয় দুইটার কারখানার ৩য় তলার ছাদ থেকে প্লাস্টার ধসে পড়লে শ্রমিকদের মধ্যে ভবন ধসের আতঙ্ক বিরাজ করে। এ খবর পুরো কারখানায় ছড়িয়ে পড়লে শ্রমিকরা ভবন ধসের আতঙ্কে কারখানা থেকে তারাহুড়া বের হতে গিয়ে পদদলিত হয়ে ঐ কারখানার প্রায় ১৫ জন শ্রমিক আহত হয়। আহতদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সোমবারের জন্য কারখানাটি ছুটি ঘোষনা করে। আশুলিয়া শিল্প পুলিশের পরিদর্শক আব্দুস সাত্তার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফাটল আতঙ্কে কারখানা থেকে তাড়াহুড়া করে বের হতে গিয়ে কারখানার বেশ কিছু শ্রমিক আহত হন। তবে সোমবারের মতো কারখানিট ছুটি ঘোষনা করা হয়েছে।

নিজস্ব প্রতিনিধি