পুলিশ-হেফাজত কর্মীদের সংঘর্ষে ‘বাসস’ অফিস আক্রান্তঃ বাসসের সার্ভিস বন্ধ রয়েছে

পুলিশ-হেফাজত কর্মীদের সংঘর্ষে ‘বাসস’ অফিস আক্রান্তঃ বাসসের সার্ভিস বন্ধ রয়েছে

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীর পল্টনে পুলিশ-হেফাজত কর্মীদের ভয়াবহ সংঘর্ষে আক্রান্ত হয়েছে সরকারি বার্তা সংস্থা বাসস অফিস। বাসসের কতব্যরত সাংবাদিকরা জানান, পুলিশের কাঁদানে গ্যাস আর হেফাজত কর্মীদের হাতবোমা ও ইটপাটকেল নিক্ষেপের ফলে সেখানে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দীর্ঘ ৬ ঘণ্টার সংঘর্ষে বাসস অফিসের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইটপাটকেল ও হাতবোমার আঘাতে অফিসের কয়েকটি জানালার কাঁচ ভেঙ্গে গেছে। এছাড়া অফিসের নিচে কয়েকটি দোকানে আগুন দেয়া হয়েছে। অফিসের ব্যবস্থাপনায় আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত ধোয়া দেখা গেছে। অফিসের ভিতরে বেশ কয়েকজন কর্মী আটকা পড়েছেন। অন্ধকারের মধ্যে তারা আতঙ্কে রয়েছেন। বাসসের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আজিজুল হক ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি তারা পর্যবেক্ষণ করছেন।

এদিকে বিকেল ৪ টার পর থেকে বাসসের সার্ভিস বন্ধ রয়েছে।

নিজস্ব প্রতিনিধি