৫ মে’র মধ্যে জাবি উপাচার্যের পদত্যাগের দাবী

৫ মে’র মধ্যে জাবি উপাচার্যের পদত্যাগের দাবী

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে চলমান কর্মবিরতিসহ আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। ৪ মে (শনিবার) সকালে অনুষ্ঠিত শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা সাপেক্ষে উপাচার্য পদত্যাগের দাবিটি বহাল রাখা হয়। সভা শেষে সমিতির কার্যনির্বাহী পরিষদ ও সভায় নির্বাচিত শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল উপাচার্যের সাথে দেখা করে তাদের দাবির বিষয়ে অবহিত করেন। এ সময় শিক্ষকদের পক্ষ থেকে উপাচার্যকে পদত্যাগের জন্য ২৪ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়। সাক্ষাৎ শেষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন বলেন, “আমরা উপাচার্যের সাথে দেখা করে গত ৬ এপ্রিল রাতে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ নিয়ে উপাচার্যের বক্তব্যের একটি অডিও ক্লিপ তাকে শুনিয়েছি। উপাচার্যকে পদত্যাগের জন্য শনিবার দুপুর ২টা থেকে রোববার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়া হয়েছে। এছাড়া রোববার বেলা ১২টায় সংবাদ সম্মেলন করা হবে।”

নিজস্ব প্রতিনিধি